তরুণদের সুখবর দিলেন উপদেষ্টা আসিফ

Advisor asif gives good news to the youth

দেশের তরুণ প্রজন্মের জন্য আশার বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (১৫ জুন) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে জানান, বেকার ও প্রশিক্ষণবিহীন তরুণদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত করতে বড় আকারের একটি কর্মসূচি হাতে নিয়েছে সরকার।

পোস্টে আসিফ মাহমুদ জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে ‘আর্ন’ প্রকল্পের মাধ্যমে ২০২৮ সালের মধ্যে ৯ লাখ তরুণ-তরুণীকে সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করা হবে। এই প্রকল্পের বিশেষ দিক হলো, অংশগ্রহণকারীদের মধ্যে অন্তত পাঁচ লাখ হবেন যুব নারী। এতে তারা বিভিন্ন পরিবেশবান্ধব ও কর্মমুখী খাতে দক্ষতা অর্জন করবেন।

প্রকল্পটি শুধু দক্ষতা বৃদ্ধিতেই সীমাবদ্ধ থাকবে না, বরং অংশগ্রহণকারীদের দীর্ঘমেয়াদি কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করবে। উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের পাশাপাশি ক্ষুদ্র ঋণ সহায়তাও দেওয়া হবে। ফলে আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়বে, বিশেষ করে নারীদের মধ্যে।

এই প্রকল্পের আওতায় ১৫ থেকে ৩৫ বছর বয়সী যুব জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হবে। তাদের মধ্যে অন্তত ৬০ শতাংশ নারী, ২ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি এবং ১ শতাংশ বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি থাকবেন। প্রশিক্ষণ কার্যক্রম ছয়টি ক্যাটাগরিতে ভাগ করে পরিচালিত হবে।

উপদেষ্টা সজীব ভূঁইয়া আশা প্রকাশ করেন, এই উদ্যোগ বাংলাদেশের বিপুল যুব জনগোষ্ঠীকে একটি কার্যকর ও উৎপাদনশীল শক্তিতে রূপান্তর করবে। একই সঙ্গে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই কর্মসূচি।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize