পঞ্চগড় জেলার ঝুলিপাড়া সীমান্তে এক বাংলাদেশি যুবকের মৃত্যুকে ঘিরে সৃষ্টি হয়েছে বিভ্রান্তি। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাজু ইসলাম (২৯) নামের ওই যুবক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)–এর গুলিতে নিহত হয়েছেন। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, সীমান্তে গুলির কোনো ঘটনা তাদের জানা নেই।
শনিবার দিবাগত রাত তিনটার দিকে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঝুলিপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত রাজু ইসলাম ওই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। রোববার দুপুরে পুলিশ রাজুর মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাজু কয়েকজনের সঙ্গে ভারতীয় এলাকা থেকে গরু আনতে গিয়েছিলেন। সে সময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে এবং পালানোর সময় গুলি ছোঁড়ে। গুলিতে রাজুর দুই পায়ে আঘাত লাগে। পরবর্তীতে তাকে সঙ্গীরা আহত অবস্থায় বাড়ির পাশে রেখে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা রাজুর চিৎকার শুনে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেলে নেওয়ার পথে রাজুর মৃত্যু হয়।
আরও পড়ুন
হাড়িভাসা ইউনিয়নের ইউপি সদস্য হাসিবুল ইসলাম ও চেয়ারম্যান সাইয়েদ নুর-ই-আলম জানিয়েছেন, স্থানীয়দের কাছ থেকে তারা গুলিতে মৃত্যুর খবর পেলেও পরিবারের পক্ষ থেকে সময় ও ঘটনার বিস্তারিত স্পষ্টভাবে বলা হয়নি। নিহত রাজুর রয়েছে এক ছেলে, দুই মেয়ে এবং গর্ভবতী স্ত্রী।
পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ জানান, নিহতের দুই পায়ে গুলির স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, টহল দলের সদস্যরা এবং এলাকাবাসী কেউই গুলির শব্দ শুনেছেন বলে দাবি করেননি। বিএসএফের সঙ্গে যোগাযোগেও গুলির ঘটনার সত্যতা পাওয়া যায়নি।