অস্ত্রের মুখে জিম্মি করে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

Saudi expatriate's home robbed at gunpoint, hostages held

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক সৌদি প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নতুন বড় বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি বুধবার (৪ জুন) সকালে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম।

ভুক্তভোগী পরিবারের সদস্য ও সুবর্ণচর উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর আব্দুল কাইয়ুম জানান, রাত আনুমানিক ২টার দিকে তার বড় ভাই সৌদি প্রবাসী আব্দুল বাতেনের বাড়িতে ৮-১০ জন মুখোশধারী ডাকাত দল হানা দেয়। তারা ভবনের দরজার লক ভেঙে ভেতরে প্রবেশ করে এবং দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে।

Noakhali bg 2506040531

তিনি আরও বলেন, ডাকাতরা পরিবারের সদস্যদের মুঠোফোন ছিনিয়ে নিয়ে সেগুলো খাটের নিচে ফেলে দেয় এবং ঘর থেকে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা ও প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

ডাকাতির ঘটনার পর স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই রাতে পাহারার ব্যবস্থা করতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে। ডাকাতি প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখনো পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize