লিবিয়ায় ৪৭ লাখ টাকা মুক্তিপণ দিয়েও রক্ষা হয়নি ২ প্রবাসীর

2 expatriates held in libya despite ransom of tk 4.7 million

লিবিয়ায় মাফিয়াদের হাতে জিম্মি হয়ে ৪৭ লাখ টাকা মুক্তিপণ পরিশোধের পরও এখনও কারাগারে আটক রয়েছেন দুই বাংলাদেশি যুবক। তাদের দেশে ফিরিয়ে আনার দাবিতে ফরিদপুরের বোয়ালমারীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

বুধবার (২৮ মে) দুপুরে উপজেলার রামনগর বিশ্বাসপাড়ায় নাছির মিয়ার বাড়িতে আয়োজিত এ সংবাদ সম্মেলনে জানানো হয়, ফরিদপুরের নাছির মিয়া (২৫) ও নোয়াখালীর সাব্বির হোসেন (২৪) দুই বছর আগে বৈধভাবে লিবিয়ায় যান। কিছুদিন সেখানে কাজ করার পর ইতালিতে যাওয়ার আশায় এক স্থানীয় দালালের মাধ্যমে যোগাযোগ করেন, যিনি পরে তাদের মাফিয়াদের কাছে বিক্রি করে দেন।

মাফিয়ারা পরিবারের কাছে ফোন করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং নির্যাতনের ভিডিও পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেয়। দুই পরিবার মাটি বিক্রি ও ঋণ নিয়ে প্রায় ৪৭ লাখ টাকা পাঠান। মুক্তিপণের টাকা পরিশোধের পর মাফিয়ারা তাদের ছেড়ে দিলেও, কিছুদিন পর লিবিয়া পুলিশের হাতে তারা গ্রেপ্তার হয়ে কারাগারে পাঠানো হয়।

নাছিরের বাবা ইছাহাক বিশ্বাস বলেন, “ছেলেকে মুক্ত করতে সবকিছু বিক্রি করে দিয়েছি। এখন আবার সে জেলখানায়। সরকারের কাছে আকুল আবেদন, যেন তাকে দেশে ফিরিয়ে আনা হয়।” এ সময় নাছিরের মা রাশিদা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ছেলেকে না দেখে ঘুম হয় না। কবে ফিরবে, শুধু সেই অপেক্ষায় আছি।”

সাব্বিরের বাবা গোফরান ভূঁইয়াও একই ধরনের দুর্ভোগের কথা জানিয়ে বলেন, “একসঙ্গে লিবিয়ায় গিয়েছিল, এখন একসঙ্গে জেলে। টাকা দিয়ে ছেলেকে পাইনি। এখন সরকারের দিকেই চেয়ে আছি।”

সংবাদ সম্মেলনে উপস্থিত দুই পরিবার সরকারের প্রতি দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়ে জানান, তাদের সন্তানেরা নির্দোষ, তাদের মুক্তি ও দেশে ফেরার ব্যবস্থা যেন অবিলম্বে নেওয়া হয়।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize