আজ দেশে ফিরছেন লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশি প্রবাসীরা

Bangladeshi expatriates stranded in libya are returning home today

দীর্ঘ অপেক্ষার পর লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা দেড়শ বাংলাদেশি নাগরিক দেশে ফিরছেন। বুধবার (২৮ মে) ভোরে তারা লিবিয়ার বুরাক এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

ত্রিপলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) যৌথভাবে এই প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনা করছে। বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে দেড়শ জন বাংলাদেশিকে দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। এ লক্ষ্যে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ডিটেনশন সেন্টার থেকে তাদের গ্রহণ করে।

পরবর্তীতে বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এর আগে প্রতিনিধি দল ডিটেনশন সেন্টার পরিদর্শন করে আটক অভিবাসীদের সঙ্গে কথা বলেন এবং যাচাই-বাছাই শেষে ট্রাভেল পারমিট ইস্যু করা হয়। স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন এবং আইওএম-এর সহায়তায় এসব বাংলাদেশিকে সম্পূর্ণ বিনা খরচে দেশে ফেরত পাঠানো সম্ভব হয়েছে।

বাংলাদেশ দূতাবাস জানায়, লিবিয়ায় অবস্থানরত নিবন্ধিত অভিবাসীদের দ্রুত ফেরত পাঠাতে আইওএম এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

এই ধারাবাহিকতায় আগামী জুন মাসে লিবিয়া থেকে আরও তিনটি বিশেষ ফ্লাইটের মাধ্যমে ত্রিপলি ও মিসরাতা থেকে আউটপাস এবং নতুন পাসপোর্টধারী প্রায় আড়াই শতাধিক অভিবাসী এবং তাজুরা ডিটেনশন সেন্টারে আটক থাকা বাংলাদেশিসহ প্রায় ৫০০ জনকে দেশে ফেরত আনার প্রস্তুতি চলছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize