নড়াইল জেলার লোহাগড়ায় এক ব্যতিক্রমী ঘটনার জন্ম দিয়েছেন এক কলেজছাত্রী। তিনি সৌদি আরব প্রবাসী প্রেমিক আশিকুর রহমান সাব্বিরের (২৫) বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনে তার বাড়িতে অনশন শুরু করেছেন। শুক্রবার (২৩ মে) সকাল সাড়ে ১০টা থেকে উপজেলার কোটাকোল ইউনিয়নের চাপুলিয়া গ্রামে প্রেমিকের বাড়িতে অবস্থান নেন ওই তরুণী।
জানা গেছে, স্থানীয় এক কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ওই তরুণীর সঙ্গে সাত মাস আগে টিকটকের মাধ্যমে সাব্বিরের পরিচয় হয়। ধীরে ধীরে সম্পর্ক গাঢ় হলে সাব্বির বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীর সঙ্গে নিয়মিত ভিডিও কলে কথা বলতেন। একপর্যায়ে তারা পরস্পরের সঙ্গে আপত্তিকর ছবি আদান-প্রদান করেন। পরে সেই ছবি দিয়ে তরুণীকে ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে সাব্বিরের বিরুদ্ধে। এমনকি তার ভাইয়ের ফোনে ছবিগুলো পাঠানোর পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন মেয়েটি এবং আত্মহত্যার চেষ্টা করেন বলে জানান তিনি।
ঘটনাস্থলে এসে অনশনে বসলে প্রেমিক সাব্বিরের বাবা হায়দার আলি মেয়েটির সঙ্গে দুর্ব্যবহারের চেষ্টা করেন। তবে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় মেয়েটি স্পষ্ট জানিয়ে দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তিনি ওই বাড়ি ত্যাগ করবেন না। নিজের প্রাণনাশের হুমকিও দেন তিনি।
আরও পড়ুন
এদিকে মেয়েটির অভিযোগ অস্বীকার করে সাব্বিরের বাবা দাবি করেছেন, ছবিগুলো সম্পূর্ণ এডিট করা। তবে সাব্বিরের মা স্বীকার করেন, তাদের ছেলের সঙ্গে সম্পর্ক ছিল এবং মেয়েটি এক লাখ টাকাও নিয়েছে। স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, বিষয়টি মীমাংসার জন্য ছেলেপক্ষকে অনুরোধ জানানো হলেও তারা গুরুত্ব দেয়নি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।