বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে নিশ্চিত করেছেন তার বিশেষ সহকারী প্রকৌশলী ও প্রযুক্তিবিদ ফাইজ তাইয়েব আহমেদ। শুক্রবার (২৩ মে) তিনি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান।
ফাইজ তাইয়েব লিখেছেন, ড. ইউনূসের নিজস্ব কোনো ক্ষমতা চাওয়ার প্রয়োজন নেই, তবে দেশের জন্য এবং একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণের স্বার্থে তার প্রয়োজনীয়তা অপরিসীম। তিনি মনে করেন, মন্ত্রিসভাকে আরও গতিশীল এবং কার্যকর করে তোলা উচিত, উপদেষ্টাদের সক্রিয়ভাবে মাঠে থেকে দৃশ্যমান অগ্রগতি জনগণের সামনে তুলে ধরতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, ড. ইউনূস আন্তর্জাতিক মহলে সম্মানিত ব্যক্তি, তার সেই মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব। সেই সঙ্গে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত ও ঘনিষ্ঠ সংলাপ চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। বিচ্ছিন্নতা নয়, বরং সমন্বিত চিন্তা ও উদ্যোগের মাধ্যমেই সামনে এগোনো সম্ভব বলে তিনি মত প্রকাশ করেন।
আরও পড়ুন
সেনাবাহিনীর ভূমিকা প্রসঙ্গে ফাইজ তাইয়েব বলেন, কোনো সভ্য দেশে সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করে না, সেক্ষেত্রে সেনাপ্রধানের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের মন্তব্য অনুচিত ছিল। তবে সেনাবাহিনীকে যথাযথ সম্মান ও আস্থায় রাখতে হবে এবং কোনো ধরনের হঠকারিতা পরিহার করতে হবে বলেও তিনি সতর্ক করেন।
সবশেষে ফাইজ আশাবাদ ব্যক্ত করে লেখেন, আগামী এপ্রিল-মে’র মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তার আগেই প্রয়োজনীয় সকল সংস্কার সম্পন্ন করা হবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উদ্যাপন করা হবে এবং একই সময়ে ‘স্বৈরাচারী শাসকের’ বিচারের প্রাথমিক রায়ও জাতি দেখতে পাবে।