গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না : সেনাবাহিনী

Don't listen to rumors, don't be confused

বাংলাদেশ সেনাবাহিনী সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সচেতনতামূলক পোস্টে গুজব ও ভুয়া তথ্য থেকে বিরত থাকতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে। শুক্রবার দুপুরে বাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে সেনাবাহিনী জানায়, একটি স্বার্থান্বেষী মহল ভুয়া প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করছে।

1747979942 200ef626f538c59bdc54f149079a4c4f

পোস্টে বলা হয়, সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে সম্প্রতি একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ছড়ানো হয়েছে। এই প্রচারণার মাধ্যমে জনসাধারণের মধ্যে বিভ্রান্তি তৈরি এবং সেনাবাহিনী ও জনগণের মধ্যে অবিশ্বাস ও বিভেদের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে।

সেনাবাহিনী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, এই ধরনের গুজব ও ভুয়া তথ্যকে গুরুত্ব না দিতে হবে। জনগণকে আহ্বান জানানো হয়— “গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। সত্যতা যাচাই করুন, সচেতন থাকুন।”

পোস্টের সঙ্গে সংযুক্ত ছিল ভুয়া প্রেস বিজ্ঞপ্তির একটি ছবিও, যাতে সাধারণ মানুষ যেন প্রতারিত না হন এবং সঠিক তথ্য যাচাই করতে সচেতন হন।

সেনাবাহিনী সব সময় জাতির পাশে আছে এবং দেশ ও জনগণের স্বার্থেই কাজ করে যাচ্ছে বলেও তারা পোস্টে উল্লেখ করে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post