প্রবাসী সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসাইন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি মন্তব্য নিয়ে ফের আলোচনায় এসেছেন। বৃহস্পতিবার (২২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসকে নিয়ে মন্তব্য করেন, যা ঘিরে অনুসারীদের মাঝে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।
পোস্টে ইলিয়াস হোসাইন লেখেন, “আচ্ছা, মনে করেন ইউনুস আজকে চলে গেলো আমেরিকা। তারপর কি হবে? বেশি লাফালাফি করলে আম ছালা সব যাবে।” এই বক্তব্যে ইঙ্গিতপূর্ণ ভাষা ব্যবহারের কারণে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এই পোস্টের মন্তব্য ঘরে অনেকেই নানা প্রতিক্রিয়া জানিয়েছেন। ফাহিম খান নামে একজন অনুসারী ইলিয়াসের বক্তব্য হুবহু কোট করে লেখেন, যা অন্য ব্যবহারকারীদের মধ্যেও আলোড়ন তোলে। কেউ কেউ এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে মন্তব্য করেন।
আরও পড়ুন
অপরদিকে, ইকবাল হোসেন ইবু নামের একজন মন্তব্য করেন, “বিএনপি আওয়ামী লীগের চেয়ে ওহ্ ভয়ংকর রূপ নিচ্ছে।” তার এই মন্তব্য থেকে স্পষ্ট যে রাজনৈতিক অঙ্গনকে ঘিরেই এ ধরনের আলোচনার সূত্রপাত হয়েছে।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ড. মুহাম্মদ ইউনুসের বিভিন্ন কর্মকাণ্ড ও আন্তর্জাতিক যোগাযোগ নিয়ে সামাজিক ও রাজনৈতিক মহলে আলোচনা চলছে। তার বিদেশযাত্রা নিয়ে নানামুখী জল্পনা-কল্পনার মধ্যে ইলিয়াস হোসাইনের এই পোস্ট নতুন মাত্রা যোগ করেছে। যদিও তিনি ঠিক কী ইঙ্গিত করেছেন তা স্পষ্ট নয়, তবে নেটিজেনদের একাংশ এতে অপমানজনক ও উদ্দেশ্যমূলক বক্তব্য দেখছেন।