সিলেটের শাহপরাণ থানার পীরেরচকে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল নূরের তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। প্রবাসীর দাবি, তার নিকট আত্মীয় পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে এই অর্থ হাতিয়ে নিয়েছেন মৃত ইব্রাহিম আলীর চার ছেলে—শামীম মিয়া, কালা মিয়া, মজির মিয়া ও সুনু মিয়া। শুধু তাই নয়, ভুয়া দলিল তৈরি করে তার বসতবাড়ি দখলের চেষ্টাও চলছে বলে অভিযোগ করেন তিনি। বুধবার সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ভুক্তভোগী।
সংবাদ সম্মেলনে আব্দুল নূর জানান, তার বৃদ্ধ মা সুরেতুন নেছা লন্ডন থেকে দেশে আসা-যাওয়ার সময় আত্মীয়তার সুযোগে অভিযুক্তরা সম্পত্তি কেনার নাম করে প্রায় তিন কোটি টাকা গ্রহণ করেন। তবে দীর্ঘ ১০ বছরেও সেই টাকায় কোনো জমি কেনা হয়নি। বরং ওই টাকা দিয়ে তারা নিজেরা আর্থিকভাবে লাভবান হয়েছেন এবং নিজেদের নামে সম্পদ কিনেছেন, যা প্রাথমিকভাবে তাদের আর্থিক সামর্থ্যের বাইরে ছিল।
তিনি আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে আবেদন করলেও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অভিযুক্তরা স্থানীয় থানাকে প্রভাবিত করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সম্প্রতি তার বাড়ি দখলের উদ্দেশ্যে তার মায়ের স্বাক্ষর জাল করে ভুয়া পাওয়ার অব অ্যাটর্নি এবং দলিল তৈরি করেছে। অথচ, তার মা কখনও কোনো জমি বিক্রি করেননি কিংবা কোনো আমমোক্তার দেননি।
আরও পড়ুন
আব্দুল নূরের দাবি, ভুয়া দলিলের ভিত্তিতে নামজারি করেও তারা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করছে। ২০২২ সালের একটি স্বত্ব মোকদ্দমায় (মামলা নং ৫১০/২২) সিলেট সদর আদালত নিষেধাজ্ঞা জারি করলেও সেটিকে উপেক্ষা করে তারা দখল প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এমনকি গত ৩০ এপ্রিল তার ওপর সশস্ত্র হামলাও চালানো হয় বলে তিনি অভিযোগ করেন।
পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে, বর্তমানে তিনি নিজের ও পরিবারের জানমালের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগে রয়েছেন। সংবাদ সম্মেলনে তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মাশহুদ আহমদ চৌধুরী মহসিন অ্যাডভোকেট। তিনি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।