ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের উত্তর মৌড়াইলে একটি প্রবাসীর বাসায় সংঘটিত হয়েছে দুর্ধর্ষ চুরির ঘটনা। বুধবার (২১ মে) রাত পৌনে ৮টার দিকে ‘হাসিনা ভিলা’ নামে একটি তিনতলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এ চুরি সংঘটিত হয়। চোরের দল সেখানে হানা দিয়ে প্রায় ২০ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
বাড়ির অভিভাবক হাসনা বেগম জানান, তার পাঁচ ছেলের মধ্যে চারজনই বিদেশে থাকেন—একজন পর্তুগালে, বাকি তিনজন সৌদি আরবে। ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় পরিবারের সদস্যরা থাকেন এবং নিচতলার দুটি ফ্ল্যাট ভাড়া দেওয়া। চুরি হওয়া ফ্ল্যাটটি তার বড় ছেলের পরিবার ব্যবহার করে, যিনি বর্তমানে পর্তুগালে অবস্থান করছেন। ঘটনার সময় ওই ফ্ল্যাট ফাঁকা ছিল।
আরও পড়ুন
হাসনা বেগম জানান, বড় ছেলের স্ত্রী ফ্ল্যাটে তালা দিয়ে বাবার বাড়িতে গিয়েছিলেন এবং তার স্বামী ঢাকায় ছিলেন। তিনি নিজে তখন তৃতীয় তলায় ছোট ছেলের ফ্ল্যাটে ছিলেন। সন্ধ্যার পর তিনি দোতলায় নামলে একজন যুবককে ফ্ল্যাটের দরজার কাছে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখেন। ভেবে নেন, সেটা হয়তো তার নাতি। কিন্তু নাম ধরে ডাকতেই যুবক ব্যাগ হাতে দৌড়ে পালিয়ে যায়।
পরে ফ্ল্যাটে গিয়ে দেখা যায়, তালা ভেঙে ঘরে প্রবেশ করেছে চোর। ভাঙা হয়েছে আলমারি ও সিন্দুক। সেখান থেকেই নেয়া হয় প্রায় ২০ ভরি স্বর্ণালংকার। এর মধ্যে ছোট ছেলের স্ত্রীর ৮ ভরি এবং বড় ছেলের স্ত্রীর ১২ ভরি স্বর্ণ ছিল বলে জানান তিনি। ঘটনা জানার পরপরই থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে চোরচক্রকে শনাক্ত করতে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।