স্কুল-কলেজে সমাবেশে পাঠ হবে নতুন শপথ, প্রজ্ঞাপন জারি

New oath to be recited in assemblies in schools and colleges, notification issued

সাম্যের বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা ও সেবার মানসিকতা গড়ে তুলতে নতুন পদক্ষেপ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই উদ্দেশ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রাত্যহিক সমাবেশে বিদ্যমান শপথের পরিবর্তে একটি নতুন শপথ পাঠের নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (২১ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়, এখন থেকে প্রতিদিন সকালের সমাবেশে শিক্ষার্থীরা নতুনভাবে নির্ধারিত শপথ বাক্য পাঠ করবে।

নতুন শপথে শিক্ষার্থীরা এখন থেকে— ‘আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দেব না। হে মহান আল্লাহ/মহান সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ, বৈষম্যহীন ও শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি। আমিন।’ শপথ পাঠ করবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে নৈতিক শিক্ষার বিকাশ ও দেশপ্রেম জাগ্রত করতে সহায়ক হবে। ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিকভাবে দৃঢ়, আত্মমর্যাদাবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ নির্দেশনা বাস্তবায়নের জন্য দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও বিভাগীয় পরিচালক, জেলা প্রশাসক, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনটি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং দ্রুত গেজেটে প্রকাশের জন্য সরকারি মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে পাঠানো হয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post