৫০ হাজার নারী রেমিট্যান্স সুবিধাভোগীকে বিনামূল্যে বিমা

Free insurance for 50,000 female remittance beneficiaries

ব্র্যাক ব্যাংক দেশের নারী রেমিট্যান্স সুবিধাভোগীদের জন্য একটি নতুন ও প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। ২০২৫ সালের মধ্যে ৫০ হাজার নারী গ্রাহককে স্বাস্থ্য ও জীবনবিমা সুবিধার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে ব্যাংকটি। দেশের বৈধ রেমিট্যান্স প্রবাহ বাড়ানো এবং গ্রাহকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে তারা।

এই লক্ষ্যে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের সঙ্গে একটি চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এই চুক্তির আওতায় ‘তারা প্রবাসী পরিবার অ্যাকাউন্ট’-এর নারী গ্রাহকরা বিনামূল্যে বিমা সুবিধা পাবেন। এতে একজন গ্রাহক ২ লাখ টাকা পর্যন্ত জীবন বিমা এবং ৫০ হাজার টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা সুবিধা উপভোগ করতে পারবেন। বিমার আওতায় থাকছে মাতৃত্বকালীন চিকিৎসা, ওপি‌ডি ও ইনপেশেন্ট চিকিৎসা সেবা।

ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অ্যাকাউন্টে গ্রাহকরা বিনামূল্যে বিমা ছাড়াও ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং এবং মাসিক সুদ প্রাপ্তির সুযোগ পাবেন। এতে করে নারীদের আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি পাবে এবং নিয়মিত সঞ্চয়ের প্রতি আগ্রহও বাড়বে বলে মনে করছে ব্র্যাক ব্যাংক।

বর্তমানে প্রায় ৬০ হাজার নারী গ্রাহক ব্র্যাক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স সেবা গ্রহণ করছেন, যা ব্যাংকটির মোট রেমিট্যান্স অ্যাকাউন্টের ৩৫ শতাংশ। এই গ্রাহকরা মূলত সিলেট, চট্টগ্রাম, মুন্সিগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, গাজীপুর ও টাঙ্গাইলসহ বিভিন্ন রেমিট্যান্স-নির্ভর এলাকার বাসিন্দা।

ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. শাহীন ইকবাল বলেন, “এই উদ্যোগের মাধ্যমে আমরা নারীদের প্রাতিষ্ঠানিক ব্যাংকিং সেবায় সম্পৃক্ত করতে চাই। একই সঙ্গে তাদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করে প্রবাসী পরিবারগুলোর ক্ষমতায়নে কাজ করছি।” তিনি আরও বলেন, বৈধ রেমিট্যান্স প্রবাহ বাড়াতে এ ধরনের সুবিধা কার্যকর ভূমিকা রাখবে।

এই ইনক্লুসিভ উদ্যোগ ব্র্যাক ব্যাংকের রেমিট্যান্সভিত্তিক অর্থনীতিতে নারীদের অবদানকে সম্মান জানানোর অঙ্গীকারের প্রতিফলন। এর মাধ্যমে নারী গ্রাহকরা যেমন উপকৃত হবেন, তেমনি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও হবে আরও সমৃদ্ধ।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city web post