রিজার্ভ নিয়ে সুখবর জানালেন গভর্নর

Governor gives good news about reserves

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এমন তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বুধবার (২১ মে) পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

গভর্নর বলেন, বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় রিজার্ভ বাড়ানো জরুরি। তিনি জানান, আগামী মাস নাগাদ রিজার্ভ ২৭ থেকে ৩০ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। তবে সেটিকে ৪০ বিলিয়ন ডলারে উন্নীত করতে কিছুটা সময় প্রয়োজন হবে।

আলোচনায় ক্ষুদ্র ঋণ প্রসঙ্গে গভর্নর মনসুর বলেন, ২৬ শতাংশ সুদে পরিচালিত ক্ষুদ্র ঋণ কার্যক্রম বর্তমানে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। কারণ, এখন অনেক গ্রাহক এজেন্ট ব্যাংকের মাধ্যমে তার চেয়ে অনেক কম সুদে ঋণ পাচ্ছেন। ফলে উচ্চ সুদের ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলো ক্রমে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়বে।

বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৯ মে পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৫.৪৪ বিলিয়ন মার্কিন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) গৃহীত বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ২০.৭০ বিলিয়ন ডলার।

গভর্নর আশাবাদ ব্যক্ত করেন যে, অর্থনৈতিক সংস্কার এবং বৈদেশিক মুদ্রা অর্জনের উদ্যোগগুলো সঠিকভাবে বাস্তবায়ন হলে নির্ধারিত সময়ের মধ্যেই রিজার্ভ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post