মানিকগঞ্জে চাঁদাবাজি এবং পুলিশের সঙ্গে অসদাচরণের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই প্রতিনিধি—মেহেরাব হোসাইন (১৯) ও আশরাফুল ইসলাম রাজু (২১)—কে আটক করেছে পুলিশ। বুধবার (২১ মে) সকাল ৮টার দিকে সদর থানা পুলিশের একটি দল তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক দুই ছাত্র নেতার বিরুদ্ধে চাঁদাবাজির পাশাপাশি পুলিশের সঙ্গে অসদাচরণ ও একটি ভুয়া ফেসবুক পেজের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্তাধীন এবং বিস্তারিত তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
আটক মেহেরাব হোসাইন মানিকগঞ্জ সদর উপজেলার উত্তর সেওতা এলাকার বাসিন্দা এবং মতিয়ার রহমানের পুত্র। অন্যদিকে, আশরাফুল ইসলাম রাজু শিবালয় উপজেলার নবগ্রাম এলাকার রজ্জব আলীর ছেলে।
আরও পড়ুন
এ বিষয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের মানিকগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ওমর ফারুক বলেন, “আমাদের জানা মতে, পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। অভিযোগের মধ্যে চাঁদাবাজি ও সরকারি কর্মকর্তার সঙ্গে অসদাচরণের বিষয় রয়েছে। তবে তারা আগেই আমাদের কমিটি থেকে পদত্যাগ করেছে।”
পুলিশ সূত্র জানায়, আটক ব্যক্তিদের নামে প্রাথমিকভাবে কিছু তথ্য পাওয়া গেছে, যেগুলোর যাচাই-বাছাই চলছে। এছাড়া তাদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একটি ভুয়া নিউজ পেজের সম্পৃক্ততার বিষয়েও অনুসন্ধান চলছে।
এ ঘটনায় স্থানীয় পর্যায়ে আলোচনার সৃষ্টি হয়েছে। জনসাধারণের একটি অংশ এ বিষয়ে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।