‘১৭ বছর খাইনি, এখন খাব’, ফাঁস হলো দুই বিএনপি নেতার ফোনালাপ

'i haven't eaten in 17 years, i will now', leaked phone conversation between two bnp leaders

রাজশাহী ও নওগাঁর দুই বিএনপি নেতার মধ্যে ঠিকাদারি সংক্রান্ত বিরোধ প্রকাশ্যে এসেছে। সম্প্রতি একটি টেলিফোন অডিও  মাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়।

প্রকাশিত অডিওতে শোনা যায়, রাজশাহী মহানগর বিএনপির নেতা মাহবুবুর রহমান রুবেল প্রায় ১০ মিনিট ধরে নওগাঁ জেলা বিএনপির নেতা ও ঠিকাদার শাহজাহান আলীকে হুমকি দেন এবং অশোভন ভাষায় গালিগালাজ করেন। এ সময় রুবেল বলেন, “১৭ বছর খাইনি, এখন খাব।”

জানা গেছে, সম্প্রতি রাজশাহী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বৃক্ষপালন কার্যালয় থেকে সরকারি গাছ বিক্রির জন্য একটি দরপত্র আহ্বান করা হয়। সেখানে শাহজাহান আলী অংশগ্রহণ করে প্রায় ছয় লাখ টাকায় দুটি লটের কাজ লাভ করেন। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হন স্থানীয় বিএনপি নেতা রুবেল, যিনি অভিযোগ করেন, তাকে না জানিয়েই দরপত্রে অংশ নিয়েছেন শাহজাহান।

ঘটনার সত্যতা স্বীকার করে মাহবুবুর রহমান জানান, “আমাদের অনেক কর্মী আছে, যারা প্রত্যাশা করে কাজ হলে কিছু পাবে। শাহজাহান দেখা করেনি, তাই রাগে কিছু কথা বলা হয়ে গেছে, যা উচিত হয়নি।” অন্যদিকে শাহজাহান বলেন, “ওদের এলাকায় কাজ হয়েছে বলে ওরা বিষয়টা নিয়ে অতিরিক্ত চাপ দিচ্ছে। আমি নিয়ম মেনেই অংশ নিয়েছি।”

দলীয় একাধিক সূত্র জানিয়েছে, এ ধরনের আচরণে দলের অভ্যন্তরে অসন্তোষ বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, “এটা দলীয় ভাবমূর্তির জন্য হুমকি।” এক রাজনৈতিক বিশ্লেষক মন্তব্য করেন, “এই ঘটনা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে চাঁদাবাজি, প্রভাব খাটানো এবং গণতন্ত্রের নামে লোভী আচরণের নগ্ন প্রকাশ।”

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post