সৌদি আরবে আরও একজন বাংলাদেশির মৃত্যু

Another bangladeshi dies in saudi arabia

বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৫১ হাজার ২৭৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১৩০টি ফ্লাইটে তারা সৌদিতে যান। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ হেল্প ডেস্ক থেকে জানা গেছে, এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ হাজার ৬৯৫ জন। এ পর্যন্ত হজের জন্য মোট ৮৬ হাজার ৮২৫টি ভিসা ইস্যু করা হয়েছে।

হেল্প ডেস্কের তথ্যমতে, এই ১৩০টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৬৫টি, সৌদি এয়ারলাইন্স ৪৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালনা করেছে ২১টি ফ্লাইট। হজ ফ্লাইট শুরু হয়েছে ২৯ এপ্রিল থেকে, যা চলবে ৩১ মে পর্যন্ত।

এদিকে, চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৯ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৮ জন পুরুষ ও একজন নারী। মৃতদের মধ্যে রয়েছেন জামালপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ, পঞ্চগড়, ঢাকা, নীলফামারী, চট্টগ্রাম, গাজীপুর এবং চাঁদপুর জেলার হজযাত্রীরা।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন। হজ এজেন্সির সংখ্যা নির্ধারিত হয়েছে ৭০টি। হজযাত্রীদের জন্য প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ ফিরতি ফ্লাইট ১০ জুলাই।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ধর্মপ্রাণ মুসলমানদের এই গুরুত্বপূর্ণ ধর্মীয় কর্মকাণ্ড নির্বিঘ্ন ও সফল করতে বাংলাদেশ ও সৌদি কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city web post