খালেদা জিয়াকে হয়রানি, দুদকের সাবেক ৩ চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

Case filed against 3 former acc chairmen for harassing khaleda zia

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ দায়ের করে রাজনৈতিকভাবে হয়রানি করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক তিন চেয়ারম্যান এবং এক সাবেক সচিবের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

রোববার (১৮ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে এই মামলা করেন হারুন অর রশিদ নামে এক ব্যক্তি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ২৫ মে মামলার আদেশের তারিখ নির্ধারণ করেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী হোসেন আলী খান হাসান।

মামলায় যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন—দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী, মো. হাবিবুর রহমান, আবুল হাসান মনজুর এবং তৎকালীন সচিব মোখলেছ উর রহমান।

আবেদনে অভিযোগ করা হয়, তৎকালীন দুদক কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে খালেদা জিয়ার বিরুদ্ধে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ মামলা দায়ের করেন। এই পদক্ষেপ আইনবিরোধী ও বেআইনি হয়রানির শামিল বলেও উল্লেখ করা হয়।

আইনজীবী হোসেন আলী খান হাসান বলেন, “সরকারি পদে থেকে ক্ষমতার অপব্যবহার করে একজন রাজনৈতিক নেত্রীর সম্মান ক্ষুণ্ন করা হয়েছে। এটি শুধু রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং আইনের শাসনের গুরুতর লঙ্ঘন।”

আদালত বর্তমানে মামলাটি পর্যালোচনার পর্যায়ে রেখেছে এবং নির্ধারিত তারিখে আদেশ প্রদান করবেন বলে জানা গেছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post