সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। আহত যুবকের নাম মো. সামছু মিয়া (২৫)। সোমবার ভোরে চিনাকান্দি বিওপি সংলগ্ন ১২১০/১০-এস নম্বর সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আহত সামছু মিয়া বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের সীমান্তবর্তী রাজাপাড়া গ্রামের বাসিন্দা। বিজিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে, সামছু একজন চোরাকারবারি এবং আরও চারজনসহ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন।
আরও পড়ুন
বিজিবির দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামছুসহ পাঁচজন বাংলাদেশি সোমবার ভোরে মালামাল সংগ্রহের উদ্দেশ্যে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তখন ওই এলাকায় কারফিউ চলছিল। এ সময় বিএসএফ সদস্যরা তাদের বাধা দিলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে রাজাপাড়া বিএসএফ ক্যাম্পের টহলদল গুলি ছোড়ে। এতে সামছু মিয়ার বাম কাঁধে গুলিবিদ্ধ হন।
ঘটনার পর আহত সামছুকে তার সঙ্গে থাকা অন্যরা দেশে ফিরিয়ে নিয়ে আসেন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসার পর তিনি সেখান থেকে পালিয়ে যান বলে জানা গেছে।
বিজিবি আরও জানায়, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার কারণে সামছুসহ ওই চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ওই সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।