বাংলাদেশের বিমান পরিবহন খাতে বিনিয়োগে আগ্রহী কানাডা

Canada interested in investing in bangladesh's aviation sector

বাংলাদেশের দ্রুত বিকাশমান বিমান পরিবহন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে কানাডা। বিশেষ করে সহজ শর্তে ঋণ সুবিধার মাধ্যমে বিমানবন্দর অবকাঠামো উন্নয়নে অংশীদার হতে চায় দেশটি।

রোববার (১৮ মে) রাজধানীর কুর্মিটোলায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মনজুর কবির ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং।

বৈঠক শেষে বেবিচক চেয়ারম্যান জানান, কানাডা বাংলাদেশের বিমান খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। তিনি বলেন, “আমি হাইকমিশনারকে একটি আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার পরামর্শ দিয়েছি। প্রস্তাবনাটি যাচাই-বাছাই করে সম্ভাব্যতা নিশ্চিত হলে আমরা যৌথভাবে কাজ করতে আগ্রহী।”

আলোচনায় কক্সবাজারসহ দেশের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোর চলমান অবকাঠামো উন্নয়ন, কার্গো ভিলেজ পরিচালনা এবং বেবিচকের দীর্ঘমেয়াদি সম্প্রসারণ পরিকল্পনা নিয়েও মতবিনিময় হয়। উভয় পক্ষই দ্বিপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে বিমান চলাচল খাতে সম্পর্ক আরও দৃঢ় করার ওপর জোর দেয়।

ঢাকা ও অটোয়ার মধ্যে অবকাঠামোগত উন্নয়ন ও আকাশপথে সংযোগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার আগ্রহ প্রকাশ করা হয়। এই লক্ষ্য বাস্তবায়নে উভয় দেশই পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে সম্মত হয়েছে।

বৈঠকে বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং কানাডিয়ান হাই কমিশনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। উভয় পক্ষ ভবিষ্যতে আরও উচ্চপর্যায়ের আলোচনা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post