প্রেমিকের সঙ্গে বিয়ের দাবিতে অনশনে বসেছেন এক তরুণী। রোববার (১৮ মে) সকাল ৯টা থেকে বগুড়ার ধুনট উপজেলার সুলতানহাটা গ্রামে প্রেমিক রাজুর বাড়িতে তিনি অনশন শুরু করেন। প্রেমিক রাজু বর্তমানে জীবিকার তাগিদে সৌদি আরবে অবস্থান করছেন।
ভুক্তভোগী তরুণী থানায় রাজু ও তার পরিবারের চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয়, এক মাস আগে বিয়ের আশ্বাসে তাদের সম্পর্ক মীমাংসার চেষ্টা হলেও হঠাৎ তা ভেঙে যায়। এর জেরে আবারও রাজুর বাড়িতে গিয়ে অনশনে বসেন তরুণী। অনশনের সময় রাজুর বাবা তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন, এরপর রাজুর পরিবারের সবাই পালিয়ে যান।
তরুণী জানান, প্রায় আট বছর আগে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করার সময় রাজুর সঙ্গে তার পরিচয় হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তিনি অভিযোগ করেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রাজু তার কাছ থেকে কৌশলে ১০ লাখ টাকা নিয়েছেন এবং দীর্ঘদিন একই ঘরে অবস্থান করেছেন।
আরও পড়ুন
তার ভাষ্য, রাজু ২০২৪ সালের আগস্টে সৌদি আরবে যান এবং সেখান থেকে ফিরে বিয়ে করবেন বলে জানান। কিন্তু গত চার মাস ধরে তার সঙ্গে কোনো যোগাযোগ নেই। এতে হতাশ হয়ে প্রেমিকের বাড়িতে গিয়ে তিনি অনশন শুরু করেন।
এ বিষয়ে ধুনট থানার এএসআই মামনুর রশিদ জানিয়েছেন, ভুক্তভোগী তরুণীর অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তার পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রাজুর পরিবারের পক্ষ থেকে কেউ এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।