১৭ দিনে রেমিট্যান্স এলো ১৯ হাজার ৬৪২ কোটি টাকা

Remittances reached tk 19,642 crore in 17 days

চলতি মে মাসের প্রথম ১৭ দিনেই প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ১৬১ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯ হাজার ৬৪২ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। এতে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৪৭ লাখ ডলার বা ১ হাজার ১৫৫ কোটি টাকার বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, এই রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে প্রায় ৪৯ কোটি ৩৩ লাখ ডলার এবং কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৫ কোটিরও বেশি ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সর্বোচ্চ ৯৬ কোটি ২৭ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩১ লাখ ডলার।

তবে, এখনও ৯টি ব্যাংক কোনো রেমিট্যান্স অর্জন করতে পারেনি। এসব ব্যাংকের মধ্যে রয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কমিউনিটি ব্যাংক, সিটিজেন্স ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক ও সীমান্ত ব্যাংক। বিদেশি ব্যাংকের মধ্যে হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া উল্লেখযোগ্য।

এদিকে, চলতি বছরের মার্চ মাসে দেশে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে – ৩২৮ কোটি ৯৯ লাখ ডলার। এর আগে জানুয়ারিতে এসেছিল ২১৯ কোটি এবং ফেব্রুয়ারিতে ২৫২ কোটি ৮০ লাখ ডলার।

উল্লেখ্য, ২০২৪ সালে দেশে মোট রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৬৮৮ কোটি ৯১ লাখ ডলার। এর মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত ডিসেম্বর মাসে – প্রায় ২৬৪ কোটি ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে বিবেচিত।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post