প্রবাসী কর্মীদের জন্য যেসব উদ্যোগ নিচ্ছে সরকার

Initiatives taken by the government for expatriate workers

প্রবাসীদের কল্যাণ ও রেমিট্যান্স ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, এখন থেকে প্রবাসীরা সরাসরি প্রবাসী কল্যাণ ব্যাংকে রেমিট্যান্স পাঠাতে পারবেন এবং এর খরচ বহন করবে দেশের ব্যাংকগুলো। পাশাপাশি, ওয়েজ আনার্স বন্ডে এক কোটি টাকার সীমা বাতিল করায় রেমিট্যান্স প্রেরণ এখন আরও সহজ ও স্বাচ্ছন্দ্যজনক হবে।

ড. নজরুল আরও জানান, ১২টি বেসরকারি ব্যাংক প্রবাসীদের ঋণ প্রদান করবে। এছাড়া সোনালী ও অগ্রণী ব্যাংকের দুর্গম অঞ্চলের শাখাগুলোতে প্রবাসী কল্যাণ বুথ স্থাপন করা হবে। তিনি বলেন, প্রবাসীরা দূতাবাসে নানা ভোগান্তির শিকার হন, তাই দূতাবাসগুলোতে অভিযোগ জানানোর ব্যবস্থা রাখা হবে এবং দূতাবাসের কর্মকাণ্ড নিয়মিতভাবে মনিটর করা হবে।

বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়া সহজ করতে বিএমইটি ও দূতাবাস থেকেই অনুমোদন নেওয়ার নতুন নিয়ম চালু করা হয়েছে, যার ফলে সময় বাঁচবে প্রায় ৩০ দিন। সাব-এজেন্টদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হবে, যাতে তাদের দৌরাত্ম্য কমে এবং অভিবাসন ব্যয় হ্রাস পায়। রিক্রুটিং এজেন্সিগুলোর পারফরম্যান্সের ভিত্তিতে রেটিং চালু করা হবে, যা প্রতিযোগিতা বাড়াবে।

তিনি আরও জানান, মালয়েশিয়ার জট খুলতে প্রধান উপদেষ্টার ইমেজ ব্যবহার করা হবে এবং আরব আমিরাতে ৫৭ জনকে মুক্ত করার কৃতিত্বও তার। ভবিষ্যতে ইতালি ও চীনে নতুন শ্রমবাজার খোলার সম্ভাবনার কথাও জানান তিনি। যারা বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে দেশে ফিরেছেন, তাদের পুনরায় কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

মধ্যপ্রাচ্যে নারী কর্মীদের ওপর নির্যাতনের বিষয়ে ড. নজরুল বলেন, সেখানে আইনি সহায়তা ব্যবস্থা দুর্বল, তাই কেন্দ্রীয় পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলা হবে। তিনি আরও জানান, বিমানবন্দরে মধ্যপ্রাচ্য ফেরত রেমিট্যান্স যোদ্ধাদের জন্য ভিআইপি সেবা চালু করা হবে এবং প্রয়োজনে আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগ করা হবে। “আমি প্রবাসী” অ্যাপের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি, প্রবাসী কল্যাণ ডেস্কই যথেষ্ট বলে মত দেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post