জাপান-বাংলাদেশ ফ্লাইট বন্ধ হতে যাচ্ছে

Japan bangladesh flights to be suspended

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১ জুলাই থেকে ঢাকা-জাপানের নারিতা রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, হজ মৌসুমে ব্যস্ততা, বিমান স্বল্পতা এবং ব্যবসায়িক বাস্তবতাকে বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১৮ মে) এক বিজ্ঞপ্তিতে বিমান জানায়, যেসব যাত্রী ১ জুলাইয়ের পরের ফ্লাইটের জন্য আগাম টিকিট কেটেছেন, তারা চাইলে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন। এ জন্য যাত্রীদের বিমানের নিজস্ব বিক্রয়কেন্দ্র বা নির্দিষ্ট এজেন্টদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

২০২৩ সালের ১ সেপ্টেম্বর ঢাকা-নারিতা রুটে ফ্লাইট চালু করেছিল বিমান। প্রায় দেড় বছর পর এই রুটে আবারও ফ্লাইট বন্ধ হওয়ায় বাংলাদেশ থেকে সরাসরি জাপান যাওয়ার সুযোগ আপাতত আর থাকছে না।

এর আগে ১৯৮১ সালে ঢাকা-নারিতা রুটে প্রথম ফ্লাইট পরিচালনা শুরু করেছিল বিমান, তবে ২০০৬ সালে সে রুট বন্ধ হয়ে যায়। আরও আগে, ১৯৭৯ সালে চালু হওয়া ঢাকা-টোকিও রুটও কিছুদিন পরই স্থগিত হয়েছিল।

নতুন করে স্থগিতের এই সিদ্ধান্তে ভ্রমণপ্রত্যাশী যাত্রীদের হতাশা তৈরি হলেও বিমান কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে, টিকিট রিফান্ড প্রক্রিয়া হবে সহজ ও স্বচ্ছ। ভবিষ্যতে পরিস্থিতি অনুকূলে এলে পুনরায় রুট চালুর সম্ভাবনা রয়েছে বলেও জানা গেছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city web post