৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে প্রার্থী বাংলাদেশ

Bangladesh to run for un general assembly presidency after 40 years

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে বাংলাদেশ। এ মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পদে বাংলাদেশের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। অন্তর্বর্তীকালীন সরকার তাকে আনুষ্ঠানিকভাবে এই পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে বলে জানা গেছে।

২০২৬ সালের জুনে অনুষ্ঠেয় এই নির্বাচনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই কূটনৈতিক কৌশল নির্ধারণ এবং প্রচারণার প্রস্তুতি সম্পন্ন করেছে। মন্ত্রণালয় সূত্র জানায়, নির্বাচনে বিজয়ী হলে তৌহিদ হোসেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করবেন ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২০২৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এই নির্বাচনে শুধু বাংলাদেশ নয়, আরও কয়েকটি দেশ প্রার্থী দিচ্ছে। প্রার্থীদের মধ্যে রয়েছেন জাতিসংঘে ফিলিস্তিনের স্থায়ী প্রতিনিধি এবং সাইপ্রাসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্মানেন্ট সেক্রেটারি।

তৌহিদ হোসেন নির্বাচিত হলে তিনি হবেন দ্বিতীয় বাংলাদেশি, যিনি এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দায়িত্ব পালন করবেন। এর আগে, ১৯৮৬ সালে বাংলাদেশের কূটনীতিক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।

বাংলাদেশের কূটনৈতিক মহল মনে করছে, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের শান্তিপূর্ণ ভাবমূর্তি, উন্নয়নশীল দেশের পক্ষে সক্রিয় অবস্থান এবং জাতিসংঘে দীর্ঘদিনের অবদান এই নির্বাচনকে ইতিবাচক ফলাফলের দিকে এগিয়ে নিতে পারে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post