ডলার এনডোর্সমেন্ট ফি নির্ধারণে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

Bangladesh bank's new guidelines for determining dollar endorsement fees

বাংলাদেশ ব্যাংক সম্প্রতি এক নতুন নির্দেশনা জারি করেছে, যার মাধ্যমে ব্যাংক থেকে ডলার কেনাবেচার ক্ষেত্রে অতিরিক্ত মাশুল আদায় সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে, বিদেশ ভ্রমণের জন্য পাসপোর্টে ডলার এনডোর্সমেন্টের ক্ষেত্রে ব্যাংকগুলো এখন থেকে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ফি নিতে পারবে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবৃদ্ধি ও নীতি বিভাগ (বিআরপিডি) গত শনিবার (১৭ মে) এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করে দেশের সকল তফসিলি ব্যাংককে অবহিত করেছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, বিভিন্ন ব্যাংক বৈদেশিক মুদ্রা বিক্রির সময় পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি বা চার্জের পাশাপাশি আলাদাভাবে সার্ভিস ফি, চার্জ ও কমিশন আদায় করছিল। এর ফলে গ্রাহকরা ব্যাংক থেকে বৈদেশিক মুদ্রা কিনতে নিরুৎসাহিত হচ্ছিলেন। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে, বৈধ পথে বৈদেশিক মুদ্রা ক্রয়কে উৎসাহিত করার লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক এই পদক্ষেপ গ্রহণ করেছে। নতুন নিয়ম অনুযায়ী, ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রা বিক্রির সময় পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি বা চার্জ বাবদ সর্বোচ্চ ৩০০ টাকা নিতে পারবে।

এছাড়াও, স্পষ্ট করে বলা হয়েছে যে এনডোর্সমেন্ট ফি বা চার্জ ব্যতীত অন্য কোনো ধরনের সার্ভিস ফি, চার্জ, কমিশন অথবা সমজাতীয় কোনো অতিরিক্ত ফি আদায় করা যাবে না। এই নির্দেশনা ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতার আওতায় জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।

কেন্দ্রীয় ব্যাংক এই সংক্রান্ত নির্দেশনা দেশের কার্যরত সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে প্রেরণ করেছে। এই পদক্ষেপের মাধ্যমে বৈদেশিক মুদ্রা কেনাবেচার প্রক্রিয়া আরও স্বচ্ছ ও গ্রাহকবান্ধব হবে বলে আশা করা যাচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post