ঢাকায় জরুরি অবতরণ করলো বিমানের ফ্লাইট, নিরাপদে ৭১ যাত্রী

Biman flight makes emergency landing in dhaka, 71 passengers safe

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই একটি চাকা খুলে যাওয়া বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বিমানটিতে থাকা ৭১ জন যাত্রী, যার মধ্যে একটি শিশুও ছিল, সকলেই নিরাপদে অবতরণ করেছেন বলে জানা গেছে। বিমানটি চালাচ্ছিলেন পাইলট ক্যাপ্টেন বিল্লাহ, যিনি প্রথম চেষ্টাতেই দুপুর ২টা ২২ মিনিটে সফলভাবে অবতরণ করতে সক্ষম হন।

Biman chaka 20250516151603

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর ঢাকা পোস্টকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বাম পাশের ল্যান্ডিং গিয়ারের একটি চাকা খুলে পড়ার বিষয়টি পাইলটের নজরে আসে। তাৎক্ষণিকভাবে বিষয়টি ঢাকার কন্ট্রোল টাওয়ারকে জানানো হলে বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত জরুরি অবতরণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেয়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, কক্সবাজার থেকে দুপুর ১টা ৩৫ মিনিটে ছেড়ে আসা বিমানের বিজি-৪৩৬ ফ্লাইটটিতে ৭১ জন যাত্রী ছিলেন। ঢাকায় অবতরণের পূর্বে ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দিলে পাইলট কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ করেন। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে। শেষ পর্যন্ত, দুপুর ২টা ২২ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে এবং সকল যাত্রী ও ক্রু অক্ষত অবস্থায় প্লেন থেকে নেমে আসেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এই জরুরি অবতরণের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্যান্য বিমান চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এর আগে, শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে ড্যাশ ৮-৪০০ মডেলের বিজি ৪৩৬ ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করেছিল। উড্ডয়নের পরপরই জরুরি অবতরণের বার্তা পাওয়ায় বিমানবন্দরে ফায়ার সার্ভিসসহ অন্যান্য জরুরি পরিষেবা প্রস্তুত রাখা হয়েছিল।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post