র‍্যাব পরিচয়ে দুই সৌদি প্রবাসীর সাড়ে ৩৬ লাখ টাকা লুট

Two saudi expatriates accused of looting tk 3.65 million after kidnapping

মুন্সীগঞ্জের শ্রীনগর ফেরিঘাট এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে র‍্যাব পরিচয়ে একদল দুর্বৃত্ত দুই সৌদি আরব প্রবাসীকে অপহরণ করে এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ লুট করে নিয়ে যায়। ভুক্তভোগীরা জানিয়েছেন, তাদের কাছ থেকে সর্বমোট ৩৬ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনাটি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ঘটে।

অপহৃত প্রবাসীরা হলেন জমিস শেখ ও সুজন খান। তারা জানান, ঢাকা থেকে বালাসুরের দিকে যাওয়ার সময় নগর পরিবহনের একটি বাসে ছিলেন। বাসটি যখন শ্রীনগরের ফেরিঘাটে পৌঁছায়, তখন র‍্যাব পরিচয়ে কয়েকজন ব্যক্তি বাসটি থামিয়ে তাদের দুজনকে জোরপূর্বক নামিয়ে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে তাদের কাছ থেকে জসিম শেখের কাছে থাকা ২৫ লাখ ২০ হাজার টাকা এবং সুজন খানের কাছে থাকা ১১ লাখ ৩০ হাজার টাকাসহ তাদের মোবাইল ফোনও ছিনিয়ে নেয় অপহরণকারীরা। পরে তাদের ঢাকার আব্দুল্লাহপুর এলাকায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

এই ঘটনার প্রেক্ষিতে র‍্যাব-১০-এর ভাগ্যকুল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. আনোয়ার হোসেন স্পষ্ট করে জানিয়েছেন যে, যারা র‍্যাব পরিচয়ে এই কাজ করেছে তারা আসলে র‍্যাবের সদস্য নয়। তিনি এটিকে একটি সুসংগঠিত প্রতারক চক্র বলে উল্লেখ করেন। র‍্যাব এই চক্রটিকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে।

অন্যদিকে, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিল আহমেদ জানিয়েছেন, ভুক্তভোগীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুততার সাথে ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ অপরাধীদের শনাক্ত এবং গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং প্রবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post