বাংলাদেশকে ৩২৮০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

World bank provides tk 32.8 billion loan to bangladesh

বন্যাকবলিত এলাকার মানুষের দুর্ভোগ কমাতে এবং ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশকে ২৭ কোটি মার্কিন ডলার (প্রায় ৩ হাজার ২৮০ কোটি টাকা) ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংকের ঢাকা অফিস জানায়, এই ঋণ ২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পুনরুদ্ধার, অবকাঠামো নির্মাণ, কৃষি ব্যবস্থার উন্নয়ন এবং মানুষের জীবনযাত্রার সুরক্ষায় ব্যয় করা হবে।

বাংলাদেশ সাসটেইনেবল রিকভারি, ইমারজেন্সি প্রিপার্ডনেস অ্যান্ড রেসপন্স (বি-স্ট্রং) নামের এই প্রকল্পের মাধ্যমে চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রায় ১৬ লাখ মানুষ বন্যার ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাবে।

বিশ্বব্যাংকের অন্তর্বর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করছে। এই প্রকল্পটি বাংলাদেশের দুর্যোগ প্রস্তুতি ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগের সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে।

প্রকল্পের আওতায় বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ ও পুনর্বাসন, জলবায়ু সহিষ্ণু রাস্তা ও সেতু তৈরি এবং বন্যা সুরক্ষা বাঁধ নির্মাণ করা হবে। এছাড়া, স্থানীয় জনগোষ্ঠীকে দুর্যোগের জন্য প্রস্তুত করতে নৌকা, সরঞ্জাম, প্রশিক্ষণ ও মহড়ার ব্যবস্থা করা হবে।

বিশ্বব্যাংকের সিনিয়র ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট স্পেশালিস্ট স্বর্ণা কাজী জানান, এই প্রকল্পটি পুনরুদ্ধার ও স্থিতিশীলতা তৈরিতে সহায়ক হবে। বন্যা কবলিত এলাকার মানুষের আয় বাড়াতে আর্থিক সহায়তা ও বাজার-সংশ্লিষ্ট দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণও দেওয়া হবে। এর মাধ্যমে ৩ লাখ ৮০ হাজারের বেশি মানুষ উপকৃত হবে। কৃষি উৎপাদনশীলতা বাড়াতে প্রায় ৬৫ হাজার কৃষক পরিবারকে সহায়তা করা হবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post