প্রবাসী বাংলাদেশিদের ভোটার হওয়ার জন্য চারটি নির্দিষ্ট তথ্য বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি জানিয়েছে, আবেদনপত্রের সাথে মেয়াদসহ বাংলাদেশি পাসপোর্ট, অনলাইন জন্মনিবন্ধন সনদ ও পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে।
এছাড়াও, কিছু ক্ষেত্রে শিক্ষা সনদ, পিতা-মাতার এনআইডি, ড্রাইভিং লাইসেন্স, দ্বৈত নাগরিকত্ব সনদ, নিকাহনামা, স্বামী-স্ত্রীর এনআইডি, নাগরিকত্ব সনদ ও ইউটিলিটি বিলের কপি প্রয়োজন হতে পারে। বাধ্যতামূলক নয় এমন তথ্যগুলো প্রবাসীরা দেশে থাকা আত্মীয়ের মাধ্যমেও জমা দিতে পারবেন।
আরও পড়ুন
বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, ইতালি, যুক্তরাজ্য, সৌদি আরব, কাতার, কুয়েত, মালয়েশিয়া, কানাডা ও অস্ট্রেলিয়ায় দূতাবাসের মাধ্যমে ভোটার নিবন্ধন চলছে। ইসি ভবিষ্যতে আরও ৪০টি দেশে এই কার্যক্রম চালু করতে চায়।