প্রবাসীর ঘর থেকে ২০০ কেজি গাঁজা জব্দ, মা-মেয়ে আটক

200 kg of marijuana seized from expatriate's house, mother and daughter arrested

কুমিল্লার সদর উপজেলায় প্রবাসীর বাড়ি থেকে ২০০ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী ও মেয়েকে আটক করা হয়েছে।

কোতোয়ালি থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মালয়েশিয়া প্রবাসী মোতালেব মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার স্ত্রী তাসলিমা বেগম ও মেয়ে ইসরাত জাহানকে আটক করা হয়। একই সাথে ওমর ফারুক, হান্নান ও আমজাদ নামে তিন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

কোতোয়ালি থানার ওসি মাহিনুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক ব্যবসা ও পাচারের অভিযোগ রয়েছে। অভিযানে মোতালেবের ঘর থেকে ১০টি বড় বস্তায় ভর্তি গাঁজা উদ্ধার করা হয়।

আটক মা-মেয়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city web post