পটুয়াখালীর পায়রা সেতুর টোলপ্লাজা থেকে পটুয়াখালীর দুই সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন আলামিন দুয়ারী ও তারেক ব্যাপারী। পুলিশ জানিয়েছে, তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।
পুলিশ জানায়, টোলপ্লাজার চেকপোস্টে একটি সন্দেহজনক প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করা হয়। এসময় গাড়িতে র্যাবের জ্যাকেট, নকল পিস্তল, হ্যান্ডকাফ ও ওয়াকিটকি পাওয়া যায়। গাড়িতে থাকা ৬ জনের মধ্যে ৩ জন পালিয়ে যান এবং চালকও দ্রুত পালিয়ে যান।
আরও পড়ুন
দুমকি থানার ওসি মো. জাকির হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানা গেছে। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, দলটি ডাকাতির উদ্দেশ্যে পটুয়াখালী জেলায় প্রবেশ করছিল। তাদের পরিচয় যাচাই করা হচ্ছে এবং বাকিদের আটকের চেষ্টা চলছে।