বিদেশে চিকিৎসা নিতে আগ্রহীদের সুখবর দিল বাংলাদেশ ব্যাংক

Bangladesh bank gives good news to those interested in seeking medical treatment abroad

বিদেশে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের চিকিৎসা খরচ মেটানোর জন্য বৈদেশিক মুদ্রা পাঠানোর সীমা বৃদ্ধি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে রোগী বা তার পরিবারের সদস্যরা কোনো প্রকার পূর্বানুমতি ছাড়াই সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পাঠাতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ সোমবার (১২ মে) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। এর আগে, ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতীত সর্বোচ্চ ১০ হাজার ডলার পাঠাতে পারত। নতুন নির্দেশনায় সেই ঊর্ধ্বসীমা আরও ৫ হাজার ডলার বাড়ানো হয়েছে। প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, এই নির্ধারিত ১৫ হাজার ডলারের মধ্যে হাসপাতালের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ স্থানান্তর অথবা আন্তর্জাতিক ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে পরিশোধ করা যাবে। তবে, যদি কোনো ব্যক্তি এর চেয়ে বেশি অর্থ পাঠাতে চান, সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে পূর্বানুমতি নিতে হবে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে জানিয়েছেন যে, সাম্প্রতিক সময়ে ভারতে চিকিৎসা ভিসার ক্ষেত্রে জটিলতা বৃদ্ধি পাওয়ায় অনেক রোগী থাইল্যান্ড, সিঙ্গাপুর, যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রের মতো বিকল্প দেশগুলোর দিকে ঝুঁকছেন। এসব দেশে চিকিৎসার খরচ তুলনামূলকভাবে বেশি হওয়ায় অনেক সময় রোগীর আত্মীয়স্বজনদের প্রয়োজনীয় বৈধ ডলার সংগ্রহ করতে সমস্যায় পড়তে হয়। হুন্ডি বা অবৈধ উপায়ে অর্থ লেনদেন প্রতিরোধ করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য। কারণ, হুন্ডির মাধ্যমে অর্থ লেনদেন বৃদ্ধি পেলে দেশে প্রবাসী আয় কমে যায়, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর নেতিবাচক প্রভাব ফেলে।

অন্যদিকে, চলতি মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক লেনদেনে ভার্চুয়াল কার্ড ব্যবহারের সুযোগও সম্প্রসারিত করেছে। নতুন নিয়ম অনুযায়ী, সদস্যপদ ফি, তথ্যপ্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন খরচ, পড়াশোনা ও প্রশিক্ষণের নিবন্ধন ফি, ভিসা ফি এবং চিকিৎসা সংক্রান্ত খরচ এখন আন্তর্জাতিক কার্ড প্ল্যাটফর্ম ব্যবহার করেই পরিশোধ করা যাবে, যা বৈদেশিক মুদ্রা লেনদেনকে আরও সহজ করবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post