গোল্ড বারসহ বিমানের পার্সারের মালামাল জব্দ

Gold bars, belongings of plane purser seized

রিয়াদ থেকে ঢাকায় ফেরার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক পার্সারের কাছ থেকে ১২৭ গ্রাম স্বর্ণ আটক করেছে ঢাকা কাস্টমস বিভাগ। সোমবার বিকেল ৩টা ৪৫ মিনিটে রিয়াদ থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৪০ ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন হোসনে আরা নামের ওই পার্সার। সন্দেহভাজন হিসেবে তল্লাশি করার পর তার কাছ থেকে স্বর্ণের বার জব্দ করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা রওশন কবির এই তথ্য নিশ্চিত করে জানান, হোসনে আরাকে ইতোমধ্যে গ্রাউন্ডেড করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কাস্টমস সূত্রে জানা যায়, ফ্লাইটটি ঢাকায় অবতরণের পর তল্লাশির সময় গ্রিন চ্যানেলে হোসনে আরার ব্যাগেজ স্ক্যানিংকালে স্বর্ণের অস্তিত্ব ধরা পড়ে। তার কাছে তিনটি সোনার চুড়ি পাওয়া যায়, যা খাঁটি সোনার তৈরি বলে ধারণা করা হচ্ছে। তিনি এসব কেনার দাবি করলেও কোনো বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারেননি। পরবর্তীতে কাস্টমস কর্তৃপক্ষ স্বর্ণগুলো জব্দ করে।

এই ঘটনায় কাস্টমস কর্তৃপক্ষ ফ্লাইটে থাকা সকল এয়ার হোস্টেসকে তল্লাশি করেছে, যা অনেকের কাছে অস্বস্তিকর ও অপমানজনক মনে হয়েছে। জব্দকৃত স্বর্ণের ওজন ১১৭ গ্রাম এবং তা ২৪ ক্যারেটের, যা গোল্ড বার হিসেবে গণ্য। এছাড়াও, হোসনে আরার লাগেজে থাকা বেশ কিছু বাণিজ্যিক সামগ্রীও জব্দ করা হয়েছে। আসন্ন বিমান ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে চোরাচালান চক্র সক্রিয় হয়ে উঠেছে এবং ধারণা করা হচ্ছে, তিনি সেই চক্রের কোনো সদস্যের হয়ে এই স্বর্ণ বহন করছিলেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city web post