প্রবাসীর বিয়ে বন্ধ করলো উপজেলা নির্বাহী কর্মকর্তা

Upazila executive officer stops wedding before groom arrives

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দশম শ্রেণির এক ছাত্রীর বিয়ে বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণগ্রামে এই ঘটনা ঘটে। কনের বাড়িতে বর আসার ঠিক আগ মুহূর্তে কর্মকর্তা সেখানে উপস্থিত হন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম জানান, বাল্যবিয়ের খবর পেয়ে তিনি সেখানে গিয়ে বিয়ে বন্ধ করেন। এ সময় কনেপক্ষকে বাল্যবিয়ের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

কর্মকর্তা আরও জানান, বর ও তাদের লোকজন পালিয়ে যায়। পরে বরযাত্রী ও মেহমানদের জন্য রান্না করা খাবার স্থানীয় এতিমখানা ও সুন্নিয়া মাদ্রাসায় বিতরণ করা হয়।

এছাড়াও, কর্মকর্তা মেয়েটির স্কুলে যাওয়া নিশ্চিত করতে একজন শিক্ষককে দায়িত্ব দেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post