ছদ্মবেশে যেভাবে দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি

How the former president left the country in disguise

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ জনরোষ এড়াতে ছদ্মবেশে দেশত্যাগ করেছেন বলে জানা গেছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে পৌঁছান। সূত্রমতে, এ সময় তার পরনে ছিল লুঙ্গি, গেঞ্জি ও মুখে মাস্ক, যা ছিল সম্পূর্ণ ছদ্মবেশ। বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তা সংস্থার সহযোগিতায় কঠোর গোপনীয়তায় তাকে বিমানে তুলে দেওয়া হয়।

বিমানবন্দরের গেটে তার ব্যক্তিগত গাড়িটি আটকানোর পর নিরাপত্তা বাহিনী পরিচয় যাচাই করতে চাইলে চালক জানায়, গাড়িতে সাবেক রাষ্ট্রপতির পরিবার রয়েছে। কিছুক্ষণ পর এক গোয়েন্দা কর্মকর্তা এসে সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের অনুমতি নিশ্চিত করেন। ভিআইপি টার্মিনালে পৌঁছে গাড়িতে বসেই পোশাক পরিবর্তন করেন আবদুল হামিদ। পরে প্যান্ট-শার্ট পরে উপ-প্রধান নিরাপত্তা কর্মকর্তার কক্ষে অবস্থান নেন। সিভিল অ্যাভিয়েশন ও অন্যান্য নিরাপত্তা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকের পর তাকে বিমানে তোলা হয়।

থাই এয়ারওয়েজের ফ্লাইট নম্বর TG340-এর উড্ডয়নের আগে তাকে বিশেষ গাড়িতে করে ১২ নম্বর আউট-বেতে নেওয়া হয়। তার সঙ্গে ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডা. এনএম নওশাদ খানও বিমানে ওঠেন। ইমিগ্রেশন কর্মকর্তারা জানান, কূটনৈতিক পাসপোর্ট থাকা সত্ত্বেও আবদুল হামিদ ইমিগ্রেশন কাউন্টারে উপস্থিত হননি, যা নিয়মবহির্ভূত। গোপনে সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়, যা ঘটনাটিকে ঘিরে সন্দেহ বাড়িয়ে তুলেছে।

আবদুল হামিদের কূটনৈতিক পাসপোর্ট নম্বর D00010015, যা ২০২০ সালে ১০ বছর মেয়াদে ইস্যু করা হয়। একই সময়ে শেখ হাসিনা ও তার সরকারের অন্যদের লাল পাসপোর্ট বাতিল হলেও তারটি বহাল থাকায় প্রশ্ন উঠেছে। পাসপোর্ট দপ্তরের কর্মকর্তারা জানান, সাবেক রাষ্ট্রপতিরা আমৃত্যু বিচারপতির মর্যাদা পান এবং আইনে লাল পাসপোর্ট বাতিলের বিষয়ে নির্দিষ্ট দিকনির্দেশনা নেই। তার গন্তব্য ব্যাংকক দেখানো হলেও টিকিট ছিল দিল্লি পর্যন্ত, এবং ১৬ জুন দেশে ফেরার টিকিটও কনফার্ম করা। বিমানবন্দরে পুলিশের বিশেষ শাখা, এভসেক, সিএএবি ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধি উপস্থিত থাকলেও কারও পক্ষ থেকে কোনো বাধা বা জিজ্ঞাসাবাদ হয়নি, যা পুরো ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city web post