ভারত ও পাকিস্তান সংঘাতের মধ্যে, চীনের জে-১০সি যুদ্ধবিমান নতুন করে আলোচনায় এসেছে। দাবি করা হচ্ছে, এই বিমানগুলো ভারতের রাফাল বিমানের হামলা মোকাবিলা করেছে। বাংলাদেশ এই যুদ্ধবিমান কিনতে আগ্রহী।
ডিফেন্স সিকিউরিটি এশিয়া জানায়, বাংলাদেশ চীনের জে-১০সি মাল্টিরোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে। দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের পর দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশ এই আধুনিক যুদ্ধবিমান ব্যবহার করবে।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বাংলাদেশ বিমানবাহিনী ১৬টি জে-১০সি যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া শুরু করেছে। এই বিমানগুলো পুরনো এফ-৭ ইন্টারসেপ্টরগুলোর স্থলাভিষিক্ত হবে।
আরও পড়ুন
বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান জানান, দেশের আকাশ প্রতিরক্ষা আধুনিক করা প্রয়োজন। তাই, বাংলাদেশ আধুনিক যুদ্ধবিমান এবং অ্যাটাক হেলিকপ্টার কেনার চেষ্টা করছে।
বিশেষজ্ঞরা মনে করেন, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ তার সামরিক সক্ষমতা বাড়াতে পারবে এবং আঞ্চলিক নিরাপত্তার ভারসাম্য বজায় রাখতে পারবে।
চীন ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবে, জে-১০সি ক্রয় একটি নতুন সংযোজন। এর আগে পাকিস্তান ২০২২ সালে ২৫টি জে-১০সি যুদ্ধবিমান কিনেছিল, যা দক্ষিণ এশিয়ায় চীনের সামরিক প্রভাব আরও বাড়িয়েছে।