১১৯ বস্তা সরকারি চাল জব্দ, বিএনপির নেতা আটক

119 sacks of government rice seized, BNP leader detained

গাইবান্ধার গোবিন্দগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বরাদ্দকৃত সরকারি চাল অবৈধভাবে মজুত করার অভিযোগে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ১১৯ বস্তা চাল জব্দ করেছে। এসময় অভিযুক্ত ইউনিয়ন বিএনপির এক নেতাকে আটক করা হয়েছে।গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজারের একটি গুদামে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান।

স্থানীয় সূত্রে জানা যায়, কামারদহ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শাহাবুল ইসলাম সাবু দীর্ঘদিন ধরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল সংগ্রহ করে তার ব্যক্তিগত গুদামে মজুত করে রেখেছিলেন। পরে তিনি সেগুলো বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বাজারজাত করার প্রস্তুতি নেন। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন তার গুদামে অভিযান চালায়।

অভিযানে ১১৯ বস্তা সরকারি চালসহ খাদ্য গুদামের সরকারি খালি বস্তা উদ্ধার করা হয় এবং গুদামের মালিক শাহাবুল ইসলাম সাবুকে আটক করা হয়। জব্দ করা চাল বর্তমানে গোবিন্দগঞ্জ উপজেলা খাদ্য গুদামে রাখা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, জব্দকৃত চালের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post