শিগগিরই বাংলাদেশ সফর করতে পারেন ইতালির প্রধানমন্ত্রী

Italian prime minister may visit bangladesh soon

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী এইচ ই মাত্তেও পিয়ান্তেদোসি দুই দিনের সরকারি সফর শেষে সোমবার (৬ মে) বাংলাদেশ ত্যাগ করেছেন। এই সফরে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং আইন, পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ, স্বরাষ্ট্র ও কৃষি বিষয়ক উপদেষ্টাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

সফরকালে দুই দেশের মধ্যে নিরাপত্তা, অভিবাসন, ভিসা প্রক্রিয়া, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ এবং অর্থনৈতিক অংশীদারত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই আলোচনার ফলশ্রুতিতে ‘মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি’ বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি বৈধ শ্রম অভিবাসন, দক্ষতা উন্নয়ন এবং মানব পাচার প্রতিরোধে যৌথ উদ্যোগকে আরও গতিশীল করবে।

বৈঠকগুলোতে ইতালি বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের প্রতি তাদের দৃঢ় সমর্থন ব্যক্ত করে। একইসঙ্গে, প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া দ্রুত ও সহজ করার বিষয়েও আলোচনা হয়। দুই দেশ অপরাধ দমন, নিরাপত্তা সহযোগিতা এবং নিয়মিত যৌথ কমিটি গঠনের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে।

সফরের শেষ দিনে, উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সম্পর্ক আরও গভীর করার আশাবাদ ব্যক্ত করেছে। ইতালির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের উপদেষ্টাদের বৈঠকের সময় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সম্ভাব্য বাংলাদেশ সফরের বিষয়েও আলোচনা হয়েছে, যা দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে এবং অভিবাসন, নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন করেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city web post