বাংলাদেশ ও ইতালির মধ্যে অবৈধ অভিবাসন বন্ধ এবং বৈধ অভিবাসন বাড়ানোর লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (৬ মে ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুলের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
উপদেষ্টা আসিফ নজরুল জানান, এই চুক্তির মাধ্যমে ইতালি যেতে আগ্রহীদের জন্য ভিসা সহজ করা, সেখানে চাকরির সুযোগ বৃদ্ধি, প্রবাসীদের সমস্যা দূর করা এবং শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুন
তিনি আরও বলেন, “যারা ইতালিতে যেতে চান, তারা যেন নিরাপদে যেতে পারেন এবং ভালো বেতন পান, সেটাই আমাদের লক্ষ্য। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আমরা এ পর্যন্ত ছয়টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি। এর প্রধান উদ্দেশ্য হলো ইউরোপের দেশগুলোতে বৈধ অভিবাসন বৃদ্ধি করা এবং অবৈধ অভিবাসন বন্ধ করা।”
আসিফ নজরুল আরও জানান, বর্তমানে জর্ডান ও সৌদি আরব অবৈধ নারী অভিবাসীদের কোনো জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে।