৮ দেশে চলছে প্রবাসীদের ভোটার করার কাজ

Work underway to make expatriates eligible to vote in 8 countries

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, বর্তমানে আটটি দেশে ভোটার নিবন্ধনের কাজ চলছে এবং আগামী সপ্তাহে কানাডায় এই কার্যক্রম শুরু হবে।

আজ সোমবার ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর তার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, অস্ট্রেলিয়ায় ইতোমধ্যে ভোটার নিবন্ধন শুরু হয়েছে।

এনআইডির মহাপরিচালক জানান, ৪০টি দেশে প্রবাসীদের ভোটার হিসেবে নিবন্ধনের পরিকল্পনা রয়েছে। অন্যান্য দেশে কার্যক্রম শুরু করার ক্ষেত্রে দূতাবাসগুলোতে জায়গার অভাব রয়েছে। এই সমস্যা সমাধানের জন্য অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং আগামী সপ্তাহে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city web post