বরিশালের উজিরপুরে জালিছ মাহমুদ মৃধা নামে স্থানীয় যুবদলের এক নেতার বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব দেওয়া ও চাঁদা দাবির অভিযোগে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, গত সোমবার (২২ এপ্রিল) ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে উজিরপুর মডেল থানায় এই অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, গত ১৭ এপ্রিল শিকারপুর বন্দরের একটি প্রতিষ্ঠানের সামনে উজিরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জালিছ মাহমুদ মৃধা জয়শ্রীর বাসিন্দা এক প্রবাসী ব্যক্তির স্ত্রীকে জনসম্মুখে কুপ্রস্তাব দেন এবং তিন লাখ টাকা নগদ চাঁদা দাবি করেন। যখন ওই নারী চাঁদা দিতে অস্বীকৃতি জানান, তখন অভিযুক্ত তাকে বিভিন্নভাবে ভয় দেখান।
ইতিমধ্যে, যুবদল নেতা জালিসছ মৃধার ওই নারীর সঙ্গে কুপ্রস্তাব ও চাঁদাবাজির একটি অডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন
ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী অভিযোগ করে বলেন, মামলা দায়ের করার পর থেকে জালিছ মৃধা তাকে ও তার পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। তিনি আরও অভিযোগ করেন যে, বিষয়টি উজিরপুর থানা পুলিশকে জানানো হলেও রহস্যজনক কারণে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। তিনি তার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, একজন প্রবাসীর স্ত্রীর কাছে চাঁদা দাবি ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে একটি মামলা নেওয়া হয়েছে। তিনি আশ্বাস দেন যে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
আরও দেখুন