সরকারি কর্মকর্তার গাড়িতে মিলল বান্ডিল বান্ডিল টাকা

সরকারি কর্মকর্তার গাড়িতে মিলল বান্ডিল বান্ডিল টাকা

Probash Time Whatsapp Channel

নাটোরের সিংড়ায় এক সরকারি কর্মকর্তার গাড়ি তল্লাশি চালিয়ে পুলিশ ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করেছে। গাইবান্ধা জেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলামের প্রাইভেটকারে এ বিপুল অর্থ পাওয়া যায়। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় পুলিশের নিয়মিত চেকপোস্টে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধা থেকে রাজশাহীগামী একটি সাদা প্রাইভেটকারকে থামিয়ে তল্লাশি চালানো হয়। গাড়ির ব্যাক ডালা থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়। গাড়িতে থাকা ব্যক্তি নিজেকে গাইবান্ধার এলজিইডির নির্বাহী প্রকৌশলী হিসেবে পরিচয় দেন। তিনি দাবি করেন, জমি বিক্রির টাকা তিনি রাজশাহীতে নিয়ে যাচ্ছিলেন। তবে পুলিশের গণনায় তার দাবিকৃত ৩০ লাখ টাকার চেয়ে ৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা বেশি পাওয়া যায়। এ নিয়ে সন্দেহ তৈরি হয়।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার একরামুল ইসলাম জানান, টাকার উৎস ও প্রকৃতি যাচাই করতে তদন্ত চলছে। স্থানীয় থানা পুলিশ, উপজেলা নির্বাহী অফিসার এবং সেনাবাহিনীর উপস্থিতিতে গাড়িটি তল্লাশি করা হয়। পরে প্রকৌশলী ও গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তলব এলে তাকে হাজির হতে হবে বলে জানানো হয়েছে।

এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলামের বক্তব্য, তিনি গাইবান্ধা থেকে জমি বিক্রির বৈধ টাকা রাজশাহীতে নিয়ে যাচ্ছিলেন। তবে তার দাবি সত্ত্বেও টাকার পরিমাণ ও উৎস নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। পুলিশের পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশন (দুদক) কে বিষয়টি জানানো হয়েছে। ভবিষ্যতে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানানো হয়।

গতকাল শুক্রবার (১৪ মার্চ) সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসমাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত টাকা কোর্টে হস্তান্তর করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে। এই ঘটনায় সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

 

আরও দেখুনঃ

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city