মার্কিন দূতাবাসের নতুন নির্দেশনা, ভিসা প্রক্রিয়ায় পরিবর্তন

12 2502031505

বাংলাদেশি ভিসাপ্রত্যাশীদের জন্য মার্কিন দূতাবাস নতুন নিয়ম চালু করেছে, যা ভিসার সময়সূচী নির্ধারণের ওয়েবসাইটের আপডেটের সঙ্গে সম্পর্কিত। ঢাকাস্থ মার্কিন দূতাবাস সম্প্রতি তাদের ই-মেইল ঠিকানাগুলো পরিবর্তন করেছে, যা গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ একটি তথ্য।

গত বৃহস্পতিবার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘সাম্প্রতিক আপডেটের কারণে আমাদের ভিসার সময়সূচী নির্ধারণের ওয়েবসাইটে ই-মেইল ঠিকানাগুলো পরিবর্তন করা হয়েছে। অনুগ্রহ করে এই পরিবর্তন সম্পর্কে অবগত থাকুন এবং প্রয়োজনীয় যোগাযোগের ক্ষেত্রে নতুন ই-মেইল ঠিকানাগুলো ব্যবহার করুন।’

নতুন নিয়ম অনুযায়ী, ভিসাসংক্রান্ত যেকোনো প্রশ্নের উত্তর পেতে গ্রাহকদের [email protected] ঠিকানায় ই-মেইল করতে বলা হয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য [email protected] ই-মেইল ঠিকানা নির্ধারণ করা হয়েছে।

ভিসাপ্রত্যাশী ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্রুত ও নির্ভুল তথ্য পাওয়ার সুবিধার্থে এই পরিবর্তন করা হয়েছে বলে দূতাবাস জানিয়েছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city web post