ভারতের দিল্লিতে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশি অনুপ্রবেশের বিষয়টি আবারও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (এমসিডি) এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে এবং এখন থেকে ভারতের সকল স্কুলে বাংলাদেশি অভিবাসীদের সন্তানদের শনাক্ত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
১৮ ডিসেম্বর বুধবার, এমসিডি একটি অফিস আদেশে স্কুল কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের ভর্তি হওয়ার সময় তাদের পরিচয় সঠিকভাবে যাচাই করার নির্দেশ দেয়। এই আদেশের মাধ্যমে নিশ্চিত করা হবে যে, কোনো অবৈধ বাংলাদেশি অভিবাসী তাদের সন্তানদের ভারতের সরকারি বা পৌরসভা স্কুলে ভর্তি না করান।
এছাড়া, ১২ ডিসেম্বর অনুষ্ঠিত একটি ভার্চুয়াল বৈঠকে, দিল্লির প্রধান সচিব (স্বরাষ্ট্র) এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা এই নির্দেশনা নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে এমসিডি কমিশনার, অতিরিক্ত কমিশনার এবং ডেপুটি কমিশনার প্রতিনিধিত্ব করেন এবং তারা প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন
এদিকে, ভারতের জনস্বাস্থ্য বিভাগও নির্দেশ দিয়েছে যে, অবৈধ বাংলাদেশি অভিবাসীদের কোনো সন্তানকে জন্ম সনদ না দেওয়ার ব্যবস্থা নিতে হবে।
এমসিডির ডেপুটি কমিশনার বিপি ভরদ্বাজ জানিয়েছেন, শিক্ষা দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা অবৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের শনাক্ত করে এবং পৌরসভা অন্তর্গত স্কুলে তাদের ভর্তি না করা হয়।
আরও দেখুনঃ