বলিউড তারকারা বড় বড় ব্যবসায়ীদের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত হওয়ার জন্য পরিচিত। সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত একটি বিয়েতে টাইগার শ্রফ এবং সানি লিওন উপস্থিত ছিলেন। এই বিয়েবাড়ির বাজেট ছিল ২০০ কোটি টাকা। এই অনুষ্ঠানে তারা বিশেষ অতিথি ছিলেন।
আর তাতেই ঝামেলা শুরু। এই বিয়েতে গিয়ে ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) নজরে পড়লেন টাইগার, সানিসহ বলিউডের ১৪ তারকা। তারকাদের মধ্যে রয়েছেন— নেহা কক্কর, রাহাত ফতেহ আলি খান, বিশাল দাদলানি, কৃতি খববন্দা, আতিফ আসলাম, ভারতী সিং, নুসরাত ভারুচার। এই তারকারা যার বিয়ে বিয়েতি গিয়েছিলেন তিনি একটি অনলাইন বেটিং অ্যাপের দুর্নীতিতে অভিযুক্ত। বেশ কয়েক মাস আগে দুবাইয়ে গা ঢাকা দিয়েছিলেন তিনি।
সম্প্রতি ইডি কর্মকর্তারা কলকাতা, মুম্বাই, ভোপালের বিভিন্ন জায়গায় একযোগে তল্লাশি চালিয়ে ৪১৭ কোটি টাকাসহ সোনার বাট, গয়না উদ্ধার করেছেন। শুধু মুম্বাইয়েই ৩৯ জায়গায় তল্লাশি চালিয়েছেন তদন্তকারীরা।
অভিযোগ রয়েছে ওই সংস্থা অনলাইন বেটিং অ্যাপের মাধ্যমে টাকা তুলেছে। সেই টাকা মুম্বাইয়ের এক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে গেছে বলি তারকাদের কাছে। প্রায় ১১২ কোটি টাকার লেনদেন হয় এই বাবদ। তারকাদের দুবাইয়ে থাকার জন্য খরচ হয়েছে ৪২ কোটি টাকা। যার পুরোটাই হয়েছে নগদে।
প্রাইভেট জেটে করে বলিউড তারকাদের নিয়ে যাওয়া হয় নাগপুর থেকে দুবাই।
আপনার মন্তব্য: