কর্মক্ষেত্রে উচ্চ তাপমাত্রার প্রভাব এবং গ্রীষ্মকালীন সময়ে শ্রমিকের স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা এড়াতে আগামীকাল থেকে ওমান, কুয়েত, দুবাই সহ মধ্যপ্রাচ্যে নতুন আইন কার্যকর হচ্ছে।
কুয়েতে আগামীকাল (১ জুন) থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত সূর্যের আলোতে উন্মুক্ত স্থানে শ্রমিকদের কাজ নিষিদ্ধ করেছে দেশটির জনশক্তি পাবলিক অথরিটি।
উপসাগরীয় দেশ কুয়েতে জলবায়ুর কারণে এই তিন মাস ৫০ ডিগ্রি বা তার বেশি তাপমাত্রা থাকে। শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে ৫৩৫/ ২০১৫ একটি আইন পাস করে কুয়েত সরকার।
নির্দেশনায় বলা হয়েছে, কোনও কোম্পানি যেন বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাদের শ্রমিকদের সূর্যের আলোতে উন্মুক্ত স্থানে কাজ না করায়। এ নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে কি না তা দেখতে বিভিন্ন সাইট পরিদর্শন করবে দেশটির জনশক্তি অথরিটি বিভাগের সদস্যরা। যদি কোনও কোম্পানি এ নির্দেশনা না মানে তাহলে সেসব কোম্পানিকে জরিমানা ও আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, একই আইন ওমানেও কাল থেকে কার্যকর হচ্ছে। দেশটিতে জুন, জুলাই এবং আগস্ট মাস জুড়ে নির্মাণ সাইট বা খোলা জায়গায় দুপুর সাড়ে ১২ টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত কাজ স্থগিত থাকবে।
যে সকল কোম্পানি এই মিড ডে কাজের নিয়ম লঙ্ঘন করবে তাদেরকে ৫০০ রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে এবং একটি নির্দিষ্ট সময়ের জন্য কারাদণ্ড দেওয়া হবে। যদি কোন কোম্পানি একাধিকবার এই নিয়ম লঙ্ঘন করে, তাহলে শাস্তি দ্বিগুণ হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
কোন কোম্পানি যদি শ্রমিকদের দিয়ে জোর পূর্বক এই সময়ে কাজ করায়, তাহলে শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইট বা হটলাইন নাম্বারের মাধ্যমে অভিযোগ দিতে বলা হয়েছে। হটলাইন নাম্বার: 80077000
আপনার মন্তব্য: