ওমানে প্রথমবার কোভিডে আক্রান্ত ৩ জন রোগীর দেহে ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাকের উপস্থিতি পাওয়া গেছে। মঙ্গলবার (১৫ জুন) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। করোনার মধ্যে ব্ল্যাক ফাঙ্গাসের অস্তিত্ব পাওয়ায় জনমনে দেখা দিয়েছে আতঙ্ক।
কাতারভিত্কি সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, ওমানে কোভিড সংক্রমণ বৃদ্ধির মধ্যে প্রাণঘাতী কালো ছত্রাক পাওয়া গেছে। আক্রান্তদের বর্তমান শারীরিক অবস্থা কেমন সে সম্পর্কে কিছু জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।
মিউকোরমাইকোসিস (ব্ল্যাক ফাঙ্গাস) বা কালো ছত্রাককে অনেক আগেই মহামারি ঘোষণা করেছে ভারত। দেশটিতে প্রথম কোভিডে আক্রান্ত রোগীদের মধ্যে ব্ল্যাক ফাঙ্গাস দেখা দেয়। প্রতিদিনই ভারতের বিভিন্ন জায়গায় কালো ছত্রাকে আক্রান্ত হচ্ছেন অনেকে।
কালো ছত্রাকের সংক্রমণকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় মিউকরমাইকোসিস। এসব ছত্রাক পরিবেশে বিশেষ করে মাটি, পঁচে যাওয়া জৈব পদার্থ যেমন: পঁচা ফলমূল,পাতা বা পশুর বিষ্ঠায় ছড়িয়ে থাকে। এসব ছত্রাককে ল্যাবরেটরির কৃত্রিম মিডিয়াতে যখন বৃদ্ধি করা হয়,এদের রং হয় গাঢ় বাদামি বা কালো। তাই এদের ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাক বলা হয়।
সম্প্রতি ওমান সরকার সতর্ক করে জানায়, করোনার দ্রুত সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালে বেড সংকট দেখা দিবে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, ওমানে এ পর্যন্ত দুই লাখ ৩৮ হাজারের বেশি মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন আড়ই হাজারেরও বেশি।
ইতিমধ্যেই দেশটিতে করোনা নিয়ন্ত্রণে ফের বিধিনিষেধ আরোপ শুরু করেছে সুপ্রিম কমিটি। মঙ্গলবার (১৫-জুন) থেকে করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি প্রতিরোধে দেশটির টেইলারিং দোকান এবং কারখানাগুলিতে বেশ কয়েকটি প্রতিরোধমূলক ব্যবস্থা পালন করা নির্দেশ দিয়েছে সুপ্রিম কমিটি। আরোপিত শর্ত গুলো যথাযথভাবে না মানলে মোটা অংকের জরিমানা সহ আইনের মুখোমুখি হতে হবে ব্যবসায়ীদের।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post