করোনার নতুন ঢেউয়ে বিপর্যস্ত গোটা ওমান। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। করোনার লাগাম টানতে হিমশিম খাচ্ছে দেশটির স্থানীয় প্রশাসন। দেশটিতে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়াতে একের পর এক নতুন সিদ্ধান্ত গ্রহণ করছে ওমান সুপ্রিম কমিটি।
মঙ্গলবার (১৩-এপ্রিল) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে আজ নতুন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৩৫ জন এবং মৃত ৯ জন। গতকালের তুলনায় আজ আক্রান্ত কমেছে ১৪৫ জন এবং মৃত কমেছে ৪ জন।
বর্তমানে আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা ২৫০ জন। দেশটিতে আক্রান্ত, মৃত এবং আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা উদ্বেগজনকহারে বাড়ছে। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৪ হাজার ৩৬৪ জন। অপরদিকে মোট সুস্থের সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৭৭১ জন। নতুন ৯ জনের মৃত সহ মোট মৃতের সংখ্যা ১ হাজার ৭৯৮ জন। গত ২৪ ঘন্টায় নতুন সুস্থের সংখ্যা ৭৮৫ জন।
গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১০১ জন। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৭৫৯ জন। সুপ্রিম কমিটির ধারণা অনুযায়ী আগামী ৩১ মে পর্যন্ত করোনার ভয়াবহ সংক্রমণের ঝুঁকি রয়েছে। ইতিমধ্যেই করোনা রোগীতে পরিপূর্ণ ওমানের হাসপাতাল।
দেশটির বেশিরভাগ হাসপাতালের আইসিইউ শয্যা পরিপূর্ণ হয়ে গেছে। কোথাও খালি নেই আইসিইউ’র বেড। দেশটির রয়্যাল হাসপাতালে ধারণ ক্ষমতার বেশি রোগী ভর্তি রয়েছে আইসিইউতে। এছাড়াও খালি নেই দেশটির সুলতান কাবুস বিশ্ববিদ্যালয় হাসপাতাল। সালালাহর সুলতান কাবুস হাসপাতাল এবং খাসাব হাসপাতালের চিত্র একই। এমতাবস্থায় সংক্রমণ থেকে রক্ষা পেতে লকডাউন সহ একাধিক পদক্ষেপ গ্রহণের আভাস দিয়েছে সুপ্রিম কমিটি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ওমান সরকারের সকল নির্দেশনা মেনে চলতে নাগরিক এবং প্রবাসীদের অনুরোধ জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছে ওমান সুপ্রিম কমিটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post