ওমানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মহামারি করোনার নতুন আক্রান্ত রোগী এবং মৃতের সংখ্যা। রবিবার (২8-ফেব্রুয়ারি) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে গত তিন দিনে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ৯০৮ জন এবং মৃতের সংখ্যা ৮ জন। যা গত রবিবারের চেয়ে ৫ জন বেশি মৃত হয়েছে আজ।
দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৪৯৬ জন এবং মোট সুস্থের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৪৫৯ জন। নতুন ৮ জনের মৃত সহ মোট মৃতের সংখ্যা ১ হাজার ৫৭০জন। দেশটিতে মোট সুস্থতার সূচক গত ১৭ দিন যাবত অপরিবর্তিত অবস্থায় ৯৪ শতাংশ রয়েছে।
আরো পড়ুনঃ
ওমান রুটে বিমানের এ কি হাল!
সহজে ই-পাসপোর্ট করবেন যেভাবে
পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে ওমান প্রবাসীরা
জনসনের তৈরি করোনা ভ্যাকসিন এক ডোজই যথেষ্ট
গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১৯ জন। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ১৯৭ জন। যাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে আছেন ৬৭ জন রোগী।
গত ৩ দিনে নতুন সুস্থ হয়েছেন ৭৭৫ জন রোগী। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যেই ওমানের বেশকিছু অঞ্চলের লকডাউনের সময়সীমা বাড়িয়েছে সুপ্রিম কমিটি। সেইসাথে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ওমানের সমুদ্র সৈকত বন্ধ সহ নানা পদক্ষেপ হাতে নিয়েছে কমিটি।
মহামারী করোনার নতুন সংক্রমণ থেকে রক্ষা পেতে ওমান সরকারের সকল নির্দেশনা মেনে চলতে নাগরিক এবং প্রবাসীদের অনুরোধ জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছে ওমান সরকার।
দেখুন আস্ত বিমান কিভাবে খাচ্ছে!
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post